ফাঁকা জমিতে ডাকাতের লাশ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি ফাঁকা জমি থেকে সাদা মিয়া (৪০) নামে এক ডাকাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, সকালে পলাশবাড়ির মহদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর (নিশানতারা) ব্রিজ সংলগ্ন এলাকার ফাঁকা জমি থেকে তার লাশ উদ্ধার করে। তাকে ছুরিকাঘাতে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে যায় বলে ধারণা পুলিশের। 

সাদা মিয়া মহদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। ডাকাত সাদা মিয়ার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে নিশানতারা ব্রিজ সংলগ্ন একটি ফাঁকা জমিতে লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে আশপাশের লোকজন এসে লাশটি সাদা মিয়ার বলে শনাক্ত করে। বিষয়টি পলাশবাড়ী থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদ রানা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে। নিহত সাদা মিয়া ডাকাতিসহ একাধিক মামলার আসামি ছিলেন।

তিনি আরও জানান, তবে কারা তাকে কী কারণে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলা হয়েছে।