সরকারি অফিসে দালালি, এক মাসের কারাদণ্ড

পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে শাহীন মিয়া (৪০) নামে এক দালালকে আটক করা হয়েছে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ হোসেন তাকে জেলহাজতে পাঠান।

শাহীন মিয়ার বাড়ি জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের নবু ডাঙ্গা গ্রামে। সে ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শাহীন সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে জমি-জমা সংক্রান্ত বিষয়ে সেবা নিতে আসা লোকজনের কাছে দ্রুত সমস্যা সমাধানের নামে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। পরে তার কথা-বার্তায় সন্দেহ হলে সেবাগ্রহীতরা তাকে আটক করে ইউএনওকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থল গিয়ে এ বিষয়ের সত্যতা যাচাই করে প্রমাণ পান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউএনও মো. আরিফ হোসেন এক দালালকে জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সেটেলমেন্ট অফিসকে দালাল মুক্ত করতে দালালদের তালিকা তৈরি করা হচ্ছে। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’