পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও ছাত্র নিহত

পঞ্চগড়ে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ছাত্র ও শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের সর্দারপাড়া এলাকায় ও সোমবার (৬ ডিসেম্বর) রাতে মডেলহাট বাজার এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- তেঁতুলিয়ার হুলাসুজোত কিন্ডার গার্টেনের শিক্ষক এরশাদ হোসাইন (৪৫) ও জগদল ডিগ্রি কলেজের শিক্ষার্থী বেলাল হোসেন লিটন (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৭ ডিসেম্বর) এরশাদ মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সর্দারপাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু জানান, সোমবার (৬ ডিসেম্বর) রাতে বেলাল হোসেন লিটন মোটরসাইকেলযোগে মডেলহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম খান ও পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া পৃথক দুটি ঘটনায় ছাত্র ও শিক্ষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।