যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, স্বামীর কারাদণ্ড লাখ টাকা জরিমানা

রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধরের মামলায় স্বামী আনিসুর রহমানের দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

রবিবার (১২ ডিসেম্বর) বিকালে রংপুরের নারী ও শিশু নির্যাতন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন। আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর হোসেন তুহিন বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আনিসুর রহমান। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার পানাপুকুর গ্রামের নুর ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ১০ বছর আগে নীলফামারী জেলার কিশোরগঞ্জের এক তরুণীর আনিসুরের বিয়ে হয়। বিয়ের সময় স্ত্রীর পরিবার স্বামীকে নগদ এক লাখ টাকা, সোনার গহনা ও আসবাবপত্র দেয়। ১০ বছরের সংসারে তাদের দুটি সন্তান জন্ম নেয়। ২০১৪ সালের ৬ জুন স্বামী আনিসুর এক লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর কাছে। এ নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। এ সময় স্ত্রীকে মারধর করে বাসা থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী গঙ্গাচড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আনিসুর আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। সেই সঙ্গে গ্রেফতারের দিন থেকে রায় কার্যকর হবে বলে বিচারক উল্লেখ করেছেন।