বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকার আমতলা বাজার সংলগ্ন মাঠ থেকে শকুনটি উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে সন্ধ্যায় জেলা বন বিভাগের কাছে শকুনটি হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকার আমতলা বাজার সংলগ্ন মাঠে ধান শুকানোর জালে আটকা পড়ে শকুনটি। আহমদ আলী নামে এক ব্যক্তি শকুনটি উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গেলে অনেকে দেখতে ভিড় জমান। খবর পেয়ে উপজেলা বন বিভাগ সেটিকে উদ্ধার করে জেলা বন বিভাগের কাছে হস্তান্তর করে।

উপজেলা বন কর্মকর্তা নবীর উদ্দিন জানান, শকুনটি ভারত থেকে বাংলাদেশ সীমান্তে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, এটি বিপন্ন প্রজাতির শকুন। শকুনটি বর্তমানে সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে মাংস খাচ্ছে। মঙ্গলবার রংপুর সামাজিক বন বিভাগের মাধ্যমে এটিকে দিনাজপুর জেলার সিঙড়া ফরেস্টে অবমুক্ত করা হবে।