আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া উপজেলায় ৮ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। 

রাত থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে পঞ্চগড়ের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের দূর্ভোগ বেড়েছে। 

দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে গিয়ে ২১ ডিগ্রির ঘরে রয়েছে। তিন নটিক্যাল মাইল বেগে বাতাস বয়ে যাচ্ছে পঞ্চগড় জেলায়। ঘন কুয়াশার স্থায়িত্ব বেড়ে যাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। দিনভর থাকছে শীতের আমেজ।

শহর থেকে গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি। বাড়ির উঠোনে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। সকালে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমালয়ের শীতল বাতাস প্রবাহিত হওয়ায় সকালে তাপমাত্রা কমেছে। আকাশে মেঘ আর কুয়াশা কমে ঝলমলে রোদের দেখা মিলেছে। এতে দিনের তাপমাত্রা বাড়বে।

আরও পড়ুন:
আজকের আবহাওয়ার খবর। 
সারাদেশের তাপমাত্রার খবর।