সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সিলেট আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, ‘সকাল থেকে সিলেটে তাপপ্রবাহ অনুভব করা যাচ্ছে। সিলেটে আজ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি এই জেলায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।’
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টি হয়েছে ৯৫ দশমিক ৬ মিলিমিটার।