রংপুরে সংক্রমণের ঊর্ধ্বগতি, শনাক্তের হার ৪৬ শতাংশ

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ। তাদের মধ্যে ১৬ জনকে আইসিইউতে রাখা হয়েছে। সাত জনের অবস্থা আশঙ্কাজনক। শনাক্তের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম এসব তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রংপুরে ১১৯, দিনাজপুরে ১১০, পঞ্চগড়ে ৩১, নীলফামারীতে ৪৬, ঠাকুরগাঁওয়ে ৫৬, লালমনিরহাটে ২৩, কুড়িগ্রামে ২১ ও গাইবান্ধায় ৩২ জন। রংপুর মেডিক্যাল কলেজ ও দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৯৪৩টি নমুনা পরীক্ষায় ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

ডা. জাকেরুল ইসলাম জানান, দীর্ঘ সাত মাস পর রংপুর বিভাগে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪ জনকে আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের আইসিইউতে এবং দুই জনকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে ৪৭ জন চিকিৎসাধীন আছে।