‘রড-সিমেন্টের দাম না কমলে বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়বে’

রড, সিমেন্ট, পাথরসহ নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে রংপুর জেলা ঠিকাদার সমিতি। বুধবার (১৬ মার্চ) দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। নির্মাণসামগ্রীর দাম না কমলে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়বে বলে দাবি করেন তারা।

অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঠিকাদার সমিতির সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক রইছ আহামেদ, সদস্য রাজ, প্রকৌশলী শাহাদত হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, টনপ্রতি রডের দাম বেড়ে ৯০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাথরের দাম ৩/৪ গুণ বেড়েছে। একইভাবে অন্যান্য নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির ফলে সরকারের নেওয়া উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আশা করছি, সরকার অবিলম্বে নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেবে। নাহলে চলতি অর্থবছরে রংপুরসহ সারা দেশের হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্পসহ উন্নয়ন কাজ পুরোপুরি বন্ধ হয়ে পড়বে।

তারা আরও বলেন, ঠিকাদাররা বিপুল পরিমাণ অর্থ লোকসান দিয়ে কোনোভাবেই নির্মাণ কাজ চালু রাখতে পারবে না। এ ছাড়াও নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। ফলে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।