রংপুরে ঢিলেঢালা হরতাল

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে রংপুরে আধাবেলা হরতাল পালিত হচ্ছে। সোমবার (২৮ মার্চ) সকাল থেকে জোটের নেতাকর্মীরা প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় অবস্থান করছেন। 

হরতালের সমর্থনে মিছিল করেছেন তারা। রিকশাসহ অন্যান্য যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন। নগরীর বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা পিকেটিং করেছেন বলে জানা গেছে।

সকালে জেলা বামজোট নেতা আব্দুল কুদ্দুস, মমিনুল ইসলাম, রাতুল ও তিতুর নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রিকশাসহ অন্যান্য যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন নেতাকর্মীরা

এদিকে ঢাকাগামীসহ আন্তঃজেলা বাস চলাচল অব্যাহত থাকলেও, যাত্রী অনেক কম দেখা গেছে। নগরীর প্রধান প্রধান শপিংমলসহ অন্যান্য মার্কেট বন্ধ।

নগরীতে স্বল্প সংখ্যক রিকশাসহ অন্যান্য যান চলাচল করছে। পুলিশি পাহারা জোরদার করা হলেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।