বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে যুবক গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নে পয়ার উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তারই ছেলে আব্দুল জলিলকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়ন থেকে অভিযুক্ত জলিলকে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশের একটি দল। এসময় তার ‘স্বীকারোক্তির’ ভিত্তিতে হামলায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করে পুলিশ। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার (৩ এপ্রিল) পারিবারিক কলহের জেরে বাগবিতন্ডার এক পর্যায়ে পয়ার উদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছেলে আব্দুল জলিল। এসময় জলিলের মা জুলেখা খাতুন এগিয়ে গিয়ে পয়ার উদ্দিনকে বাঁচাতে চাইলে তাকেও আঘাত করেন জলিল। পরে পয়ার উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ জানায়, নিহত পয়ার উদ্দিনের স্ত্রী ও অভিযুক্ত জলিলের মা জুলেখা বেগম বাদী হয়ে জলিলের বিরুদ্ধে রাজারহাট থানায় মামলা করেন। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে ঘড়িয়ালডাঙা ইউনিয়নের খিতাবখা কামারপাড়া গ্রামের জনৈক নজরুলের বাড়ি থেকে জলিলকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও রাজারহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনীল কুমার রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল তার বাবার ওপর হামলার অভিযোগ স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হবে।

ওসি রাজু সরকার বলেন, ‘রবিবার রাতেই নিহতের স্ত্রী জুলেখা খাতুন বাদী হয়ে রাজারহাট থানায় এজহার করলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জলিল পলাতক থাকলেও তাকে দ্রুততর সময়ে গ্রেফতারে সমর্থ হয়েছে পুলিশ।’