সীমান্ত থেকে ‘ভারতীয় নাগরিকের’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকের (৫০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে আদিতমারী থানা পুলিশ।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম তৌহিদুল ইসলাম জানান, দুপুর ৩টার দিকে ৭৫-বিএসএফের পদ্মা ক্যাম্পের ইনচার্জ ও লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ইনচার্জের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ জানিয়েছে, খোঁজ-খবর নিয়ে লাশের পরিচয় পেলে বিজিবিকে জানানো হবে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, দুর্গাপুর চওড়াটারী সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার এলাকায় বাংলাদেশ অংশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

তিনি আরও জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিএসফের কাছে লাশ উদ্ধার করা হবে।