বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। রবিবার (১০ এপ্রিল) বিকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের পঞ্চগড়-কহুরুরহাট সড়কের নতুনবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আব্দুল আজিজ ওরফে কালু বিডিআর (৫৫) এবং তার ছেলে বিজিবি সদস্য আরিফ হোসেন (২৫)। 

চাকলাহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রাসেল আলী জানান, আব্দুল আজিজকে নিয়ে মোটরসাইকেলে চাকলারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন আরিফ। পঞ্চগড়-কহুরুরহাট সড়কের নতুনবন্দর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের ধাক্কায় তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আরিফ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আব্দুল আজিজ। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। পরে পথেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ে করার জন্য ছুটিতে বাসায় এসেছিলেন আরিফ। গত ২৪ মার্চ তার বিয়ে হয়। সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিঞা জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।