জালিয়াতি করে সাজা পাওয়া এসআই ধরা পড়লেন ঠাকুরগাঁওয়ে 

ঠাকুরগাঁওয়ে অবসরে যাওয়া সাজাপ্রাপ্ত এসআই আব্দুল মান্নানকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। এক বছরের কারাদণ্ডসহ ২০ লাখ টাকা জরিমানা করে গত বছরের ১০ নভেম্বর তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত। বুধবার (২৭ এপ্রিল) ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফাতার হওয়া আব্দুল মান্নান ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার রমিজউদ্দীর ছেলে।

ওসি বলেন, ‘২০২০ সালে এসআই মান্নানের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার হোসেন আলীর ছেলে ইয়াসিন আলী চেক জালিয়াতির মামলা করেন। মান্নান আর্মড পুলিশের এসআই পদে চাকরি করতেন। অবসরে যাওয়ার পর তার বিরুদ্ধে এই মামলা হয়।’

ওসি বলেন, ‘সাক্ষ্য-প্রমাণ শেষে গত ১০ নভেম্বর আব্দুল মান্নানকে এক বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করেন আদালত। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালতের পরোয়ানা ঠাকুরগাঁও থানায় আসার পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’