এক মোটরসাইকেলে তিন স্কুলছাত্র, প্রাণ গেলো সবার

ঈদে পঞ্চগড়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। তারা তিন জন বাড়ির পাশের ভিতরগড় মহারাজার দিঘি বেড়াতে যাচ্ছিল। বুধবার (৪ মে) বিকালে পঞ্চগড় জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম। 

নিহতরা হলো- হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি খালপাড়া এলাকার পয়গাম ইসলামের ছেলে নতুন ইসলাম (১৬), একই এলাকার তারেক বিল্লালের ছেলে মাহাবুবার রহমান শিশির (১৭) ও আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (১৬)। এর মধ্যে শিশির হাফিজাবাদ দ্বারিকামারী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে। আবু বক্কর সিদ্দিক একই স্কুলে দশম শ্রেণিতে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন, শিশির ও সিদ্দিক তিন জনে মিলে বাড়ি থেকে একটি মোটরসাইকেলে করে ভিতরগড় মহারাজার দিঘি বেড়াতে যাচ্ছিল। তালমা-মডেলহাট সড়কের পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের হাতলে (হ্যান্ডেল) লাগলে তিন আরোহীর মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাদের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত লাগে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুকসানা তাদেরকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ওসি মো. আব্দুল লতিফ মিয়া জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগলে একটি মোটরসাইকেল সড়কের পাশের গাছের সঙ্গে আছড়ে পড়ে। এ ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।