খোকশাবাড়ীতে ১২ বছর পর নির্বাচন, চেয়ারম্যান হতে চান ৯ জন

নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নয় জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ২০ জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন মনোনয়নপত্র জমা দেন। 

মঙ্গলবার (১৭ মে) শেষ দিনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থী ও সমর্থকরা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ জামান বলেন, মনোনয়নপত্র জমার শেষ দিন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন নয় জন। দলীয়ভাবে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দুজন এবং স্বতন্ত্র সাত জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। আগামী ১৯ মে মনোনয়ন যাছাই-বাছাই, ২৬ মে প্রার্থিতা প্রত্যাহার, ২৭ মে প্রতীক বরাদ্দ এবং ১৫ জুন ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সর্বশেষ এই ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয় ২০১১ সালের ৫ জুন। সেসময় নির্বাচিত ভোটে চেয়ারম্যান হন আওয়ামী লীগের বদিউজ্জামান প্রধান। কিন্তু নীলফামারী পৌরসভার সঙ্গে সীমানা সংক্রান্ত জটিলতায় পরে আটকে যায় ইউনিয়ন পরিষদের নির্বাচন। সেই জটিলতা নিরসন হওয়ায় প্রায় ১২ বছর পর ইউনিয়নটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বদিউজ্জামান প্রধান বলেন, আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন না দেওয়ায় এবার প্রার্থী হইনি।