ব্যবসায়ীর গুদামে ৩ হাজার লিটার সয়াবিন তেল

কু‌ড়িগ্রাম সদর উপজেলায় গুদামে অ‌বৈধভাবে মজুত করা তিন হাজার ১৯১ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মে) দুুপুরে উপজেলার কৃষ্ণপুর তালতলা এলাকায় অভিযান চালিয়ে তেল উদ্ধার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের বাজার তদারকি দল। 

অ‌ভিযান সূ‌ত্রে জানা গে‌ছে, তালতলার ভাই ভাই ট্রেডার্স নামের প্রতিষ্ঠা‌নের গুদামে দুই হাজার ৮৯৬টি এক লিটারের বোতল এবং ৫৯টি পাঁচ লিটারের বোতলে মোট তিন হাজার ১৯১ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তেল মজুত ও যথাযথ দামে বিক্রি না করায় প্রতিষ্ঠান মালিক মোশাররফ হোসেন মনিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গুদামে সংরক্ষিত আগের দামের সব তেল বোতলের গায়ের দামে (১ লিটার ১৬০ টাকা, ৫ লিটার ৭৬০ টাকা) ভোক্তার কাছে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশ সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুড়িগ্রামের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ব‌লেন, ‌‘জনস্বার্থে ভোক্তা অধিকারের এই অভিযান অব্যাহত থাকবে।’