জামিন চাইতে গিয়ে কারাগারে প্রাথমিকের প্রধান শিক্ষক

সভাপতির স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের যৌথ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের মামলায় কু‌ড়িগ্রা‌মের এক‌টি সরকা‌রি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারাগারে পাঠা‌নোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ মে) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওই প্রধান শিক্ষকের নাম খাদিজা বেগম। তিনি ফুলবাড়ী উপজেলার ভাঙা‌মোড় ইউনিয়নের পূর্ব রামরামসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয় সভাপতি আবু মুসা বাদী হ‌য়ে মামলাটি করেন।

বাদী পক্ষের আইনজীবী আশরাফুল আলম জানান, সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখায় ওই বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে পরিচালিত অ্যাকাউন্ট রয়েছে। খাদিজা বেগম সভাপতি আবু মুসার স্বাক্ষর জাল করে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর এবং একই বছর ২০ সেপ্টেম্বর দুই কিস্তিতে ৮২ হাজার টাকা উত্তোলন করেন। এ বিষয়ে বিদ্যালয় সভাপতি বিভিন্ন দফতরে অভিযোগ করে প্রতিকার না পেয়ে আদালতে মামলা করেন। 
তিনি আরও জানান, মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন প্রধান শিক্ষক। উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, জামিন আবেদন নামঞ্জুর হলে ওই শিক্ষক আদালত চত্বরে অসুস্থ হ‌য়ে পড়েন। প‌রে তা‌কে কারাগারে পাঠা‌নো হয়।

এ বিষ‌য়ে জান‌তে চাইলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক কারাগারে যাওয়ার বিষয়টি শুনেছি। বৃহস্পতিবার স্কুলে গি‌য়ে বিষয়‌টি নি‌য়ে বিধি মোতা‌বেক ব্যবস্থা নেওয়া হবে।