স্মার্ট দেশের চালিকাশক্তি হবে শেখ কামাল আইটি পার্ক: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আগামীতে উন্নত স্মার্ট দেশের চালিকাশক্তি হবে শেখ কামাল আইটি পার্ক।’

মঙ্গলবার (৩১ মে) দুপুরে দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে আইটি সেক্টর থেকে রফতানি আয় এক দশমিক ৪ বিলিয়ন ডলার। ২০২৫ সালের মধ্যে সেই আয় বৃদ্ধি করে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩১ সালের মধ্যে নিম্ন আয়ের বাংলাদেশকে একটি উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করার টার্গেট দিয়েছেন। তার সততা ও সাহসিকতায় ২০৪১ সাল নাগাদ একটি জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘দিনাজপুরের তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইটি পার্ক উপহার হিসেবে দিয়েছেন। আমাদের প্রতি বছর ২০ লাখ তরুণ-তরুণী কর্মজীবনে প্রবেশ করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও এইচএসসি শেষে তারা কর্মজীবনে প্রবেশ করছে, কিন্তু তাদের প্রত্যেককে আমরা চাকরি দিতে পারবো না। সরকারি-বেসরকারি খাতে খুব কম তরুণ-তরুণীকে চাকরি দিতে পারছি। কিন্তু লাখ লাখ তরুণ-তরুণী কর্মজীবনে প্রবেশ করছে, তারা নিজেদের কীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেই কারণে আমরা এসএসসি ও এইচএসসি শেষে ছয় মাস বা এক বছরের ট্রেনিং নিয়ে তারা যেন আইটি ফ্রিল্যান্সার হয়ে কিংবা তাদের ছোট ছোট উদ্যোগ গ্রহণ করে তারা যেন উদ্যোক্তা হয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেজন্য ৬৪টি জেলায় আইটি পার্ক তৈরি করা হচ্ছে।’

ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সরকারি কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শের তথ্যচিত্র এবং শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার দিনাজপুরের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ৮৮ জন ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। এর আগে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি ও অনুষ্ঠানে সভাপতি।