ঘরের চালের পানি পড়ায় ভাইয়ের লাঠির আঘাতে বোনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভাইয়ের লাঠির আঘাতে নাদিরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) সকালে উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত লেবু মিয়ার বাড়ি ওই গ্রামে। নাদিরা বেগম তার আপন বোন ও সাথালিয়া গ্রামের নাদের মিয়ার স্ত্রী। আটকৃতরা হলেন-লেবুর স্ত্রী সোনাই বেগম ও পুত্রবধূ আঁখি বেগম।

মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, সালাথিয়া গ্রামে লেবু ও নাদিরার পাশাপাশি ঘর রয়েছে। তুচ্ছ বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরে ভাইবোনের দ্বন্দ্ব চলছিল। আজ সকালে ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি বেয়ে পড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লেবু ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে মাথায় করলে নাদিরা জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লেবু পলাতক। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও পুত্রবধূকে আটক করা হয়েছে।