রাস্তায় সাইড না দেওয়ায় ওভারটেক করে কাভার্ডভ্যান চালককে হত্যা

দিনাজপুরের বিরল উপজেলায় রাস্তায় সাইড না দেওয়ায় এক কাভার্ডভ্যান চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই কাভার্ড ভ্যানের হেলপার আহত হয়েছেন। ওই কাভার্ডভ্যানটি প্রাণ গ্রুপের ছিল। নিহত চাল গ্রুপের অলটাইম বিভাগে কর্মরত ছিলেন।

সোমবার (২০ জুন) বিকাল পৌনে ৪টায় ওই চালককে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, দুপুর পৌনে ৩টায় উপজেলার ধুকুরঝাড়ী পাওয়ার স্টেশনের সামনে ওই চালকের ওপর হামলার ঘটনা ঘটে। নিহত কাভার্ডভ্যান চালক হলেন টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার বড়ইযান গ্রামের মোকাদ্দেছ আলীর ছেলে গোলাম মোস্তফা (৩০)। আহত হেলপার হলেন রংপুর জেলার পায়রাবন্দ এলাকার এমদাদ আলীর ছেলে আমিনুর রহমান।

হেলপার আমিনুর রহমান বলেন, ‘ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মালামাল ডেলিভারি দিয়ে দিনাজপুরের দিকে আসছিলাম। পথিমধ্যে ধুকুরঝাড়ী পেট্রোল পাম্পের সামনে চারটি মোটরসাইকেল কাভার্ডভ্যানকে ওভারটেক করার জন্য হুইসেল দিচ্ছিল। রাস্তার বাম পাশে একটি চার্জার ভ্যান থাকায় তাদের সাইড দেওয়া সম্ভব হয়নি। কিছু দূর গিয়ে পাওয়ার স্টেশনের সামনে আমাদের গাড়িকে ওভারটেক করে চার মোটরসাইকেল থেকে ৬-৭ জন নেমে চালকের উরুতে চাকু দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে অ্যাম্বুলেন্স এসে হাসপাতালে নিয়ে যায়।’

ফুলবাড়ীর রাঙামাটির প্রাণ গ্রুপের জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন বলেন, ‘বিষয়টি জানার পর আমরা হাসপাতালে এসেছি। তারা প্রাণ গ্রুপের অলটাইম বিভাগে কর্মরত ছিলেন। ইতিমধ্যে বিরল থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।’

বিরল থানার ওসি ফখরুল ইসলাম বলেন, ‘বিকাল পৌনে ৩টায় এই ঘটনা ঘটে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোমিনুল করিম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’