একসঙ্গে জন্ম নেওয়া আরও ৩ শিশুর নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা গ্রামের সাদিনা বেগম (৩২)। পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।

সোমবার (১৮ জুলাই) দুপুরে পৌর শহরের ডা. ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারিতে তিন সন্তানের জন্ম দেন এই প্রসূতি। সাদিনা বেগম উপজেলার টেগরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। একসঙ্গে জন্ম নেওয়া তিন জনই কন্যা শিশু।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. ইমার উদ্দিন কায়েস বলেন, ‘সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্ম হয়। মা ও সন্তানরা সুস্থ আছে। তবে নবজাতক শিশুগুলোর উন্নত চেকআপের জন্য দিনাজপুরে রেফার্ড করা হয়েছে।’

এর আগে, ১৭ জুন নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালেও একসঙ্গে তিন শিশুর জন্ম দেন এক প্রসূতি। তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। এই তিন শিশুর জন্য সোনার চেনসহ উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।