প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়ায় স্কুলছাত্রীকে হত্যা

প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়ার জেরে রংপুরের কাউনিয়ায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছে গ্রেফতারকৃত কথিত প্রেমিক নাহিদলু ইসলাম ওরফে সায়েম (১৯)। বুধবার (১৭ আগস্ট) রাতে আদালতে দেওয়া জবানবন্দিতে সে এ তথ্য জানায়। জবানবন্দিতে সায়েম জানায়, হত্যাকাণ্ডে সে এবং ওই ছাত্রীর কথিত আরও দুই প্রেমিক অংশ নেয়। রংপুরের কাউনিয়ার আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনার আদালতে ১৬৪ ধারায় সে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 

জবানবন্দি শেষে সায়েমকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি মুনতাসির বিল্লাহ।

তিনি জানান, হত্যা মামলার রহস্য উদঘাটনে স্কুলছাত্রীর ব্যাগে পাওয়া একটি খাতা ও মোবাইল ফোনের কল রেকর্ডসহ বিভিন্ন আলামতের মাধ্যমে নিশ্চিত হয়ে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার তালুক উপাশু গ্রামের সাবেক সেনা সদস্য মো. নূর হোসেনের ছেলে সায়েমকে গ্রেফতার করা হয়। সে গত বছর রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছে। গ্রেফতারের পর থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। এ সময় সে তার সহযোগীদেরও নাম জানায়। 

তিনি আরও জানান, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সায়েম দাবি করে, ওই স্কুলছাত্রীর একাধিক প্রেমের সম্পর্ক ছিল। এছাড়া স্কুলছাত্রী প্রেমের সম্পর্ক ছিন্ন করায় ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করা হয়।

ওসি মুনতাসির বিল্লাহ বলেন, ‘সায়েমের দেওয়া জবানবন্দির ওপর ভিত্তি করে ইতোমধ্যে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আরেক কথিত প্রেমিককেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।’ 

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে কাউনিয়া উপজেলার কুটিরপাড়-মধুপুর সড়কের পাশে গলা কাটা অজ্ঞাত এক তরুণীর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে কাউনিয়া উপজেলা হাসপাতালে পাঠায়। ওই তরুণীর বাড়ি কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।