ঢাকা থেকে গ্রামে গেলেও যাননি বাড়িতে, আমবাগানে ঝুলছে লাশ

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি আম বাগান থেকে রেজাউল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ আগস্ট) সকালে পৌর এলাকার বালুপাড়া গ্রামে আবু তালেবের আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, সকালে ওই বাগানে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। নিহত রেজাউল (৪২) ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড় গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রেজাউল তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানেই তারা একটি গার্মেন্টে চাকরি করতেন। ২ আগস্ট স্ত্রীকে বেধড়ক মারধর করেন। তার নির্যাতনে স্ত্রী বাড়িতে চলে আসেন। ৩/৪ দিন আগে ওই ভাড়া বাসার মালিক তার স্ত্রীকে কল করেন জানান, তার স্বামী ঘরের ফ্রিজসহ আসবাবপত্র বিক্রি করে দিয়েছেন।

পুলিশ আরও জানায়, পরিবারের ধারনা, রেজাউল ৩/৪ দিন আগে ঢাকা থেকে ঘোড়াঘাটে এসেছেন। তবে বাড়িতে যাননি কিংবা পরিবারের কারও সঙ্গে সাক্ষাৎ করেননি। গতকাল নিহতের ছেলে তাকে রাস্তা দিয়ে যেতে দেখেছে।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বাংলা ট্রিবিউনকে বলেন, পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, এটা আত্মহত্যা। প্রতিবেদন পাওয়া গেলে সঠিক তথ্য জানা যাবে।