পু‌ড়ি‌য়ে ফেলা হ‌লো তিন বস্তা শিশুখাদ্য

কু‌ড়িগ্রামে মোড়‌কের গা‌য়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তা‌রিখ উ‌ল্লেখ না থাকায় দোকা‌নি‌কে জরিমানার পাশাপা‌শি তিন বস্তা শিশুখাদ্য পু‌ড়ি‌য়ে ফেলেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

সোমবার দুপুরে (২৯ আগস্ট) উলিপুর উপজেলা শহ‌রের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রেছেন।

অ‌ভিযান সূত্র জানায়, মোড়‌কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য ইত্যাদি ছাড়াই শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে উলিপুর বাজারের আশা কনফেকশনারির মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপা‌শি তিন বস্তা শিশুখাদ্য জব্দ ক‌রে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া ২৯ জাতের চালের বস্তা ২৮ জাতের বলে বিক্রি করার অভি‌যো‌গে একই বাজারের মানিক স্টোরের ম্যানেজার মোন্নাফ আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃ‌ত্বে অ‌ভিযা‌নে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকত, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জয়নুল আবেদীন এবং উলিপুর থানা পুলিশ অংশ নেন।