রংপুরে দুই বাসের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের সংঘর্ষে নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক আসিফ আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘দুই বাসের সংঘর্ষের ঘটনা তদন্তে তারাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে।’

আরও পড়ুন: মাদক সেবন করে বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক, অভিযোগ যাত্রীদের

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনা নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হবে। ইতোমধ্যে তিন জনের পরিবারকে টাকা দেওয়া হয়েছে।’ 

উল্লেখ্য, রবিবার দিবাগত রাত সোয়া ১২টায় তারাগঞ্জ উপজেলায় দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন ৩৫ জন। তাদের মধ্যে ২০ জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।