লালমনিরহাটে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি

লালমনিরহাটে আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিভাগীয় রেলওয়ে সদর দফতর।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম।

এর আগে সকাল ১০টার দিকে লালমনিরহাট রেলওয়ে ইয়ার্ডের ওয়াশপিটে ট্রেন শান্টিংয়ের সময় লালমনি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন—লালমনিরহাট বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রকৌশল কর্মকর্তা আহসান হাবীব, বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী মো. এহতেশাম, বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী শাহীনুল হক অপু ও বিভাগীয় সিগন্যাল অ্যান্ড টেলি কমিউনিক্যাশন প্রকৌশলী বিমান বিশ্বাস।    

আরও পড়ুন: লালমনিরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত

লালমনিরহাট রেলওয়ের স্টেশন মাস্টার মো. নিজাম উদ্দিন বলেন, ‘সকাল ১০টা ২০ মিনিটে লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল ১০টা ১০ মিনিটে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের ওয়াশপিট থেকে ট্রেনটি শান্টিং করে ১ নম্বর লাইনে নেওয়ার সময় একটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে দুপুর দেড়টার দিকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটি।’

তদন্ত কমিটি সদস্য বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শাহীনুল হক অপু বলেন, ‘আমরা ইতোমধ্যে তদন্তকাজ শুরু করেছি। এখনও চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছাতে পারিনি। আরও পরিদর্শন ও অনুসন্ধান করবো। তখন প্রকৃত ঘটনা জানা যাবে।’

বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এরই মধ্যে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা বলা হয়েছে।’

আব্দুস সালাম বলেন, ‘তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর যদি কারও অবেহেলা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’