খাবারে তেলাপোকা, ক্রাউন বিরিয়ানি হাউজকে জরিমানা

খাবারে তেলাপোকা পাওয়ায় চট্টগ্রাম নগরীর কোর্ট বিল্ডিং এলাকার ক্রাউন হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ক্রাউন হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজকে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে নানা অভিযোগে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের  সহকারী পরিচালক আনিছুর রহমান ও দিদার হোসেন উপস্থিত ছিলেন।

ভোক্তা অ‌ধিকারের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, ‘নানা অভিযোগে নগরীর পাঁচ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে খাবারে তেলাপোকা পাওয়ায় ক্রাউন হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজকে আট হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ওয়্যারলেস এলাকার রুহুল আমিন স্টোরকে আট হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও কাটা ওষুধ সংরক্ষণের অভিযোগে নাহার ফার্মেসিকে ১৫ হাজার, হলি ফার্মেসিকে তিন হাজার ও আর এ কে ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।