পঞ্চগড়ের আরও ৪ লাশ ভেসে এলো দিনাজপুরে

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা আরও চার নারীর লাশ দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে দিনাজপুর থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হলো। এর মধ্যে আট নারী ও তিন শিশু।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ওসি সুব্রত সরকার ও কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম।

উদ্ধারকৃত লাশগুলো হলো—বোদা উপজেলার তেপুকুরিয়া গ্রামের সুধীর চন্দ্র বর্মণের স্ত্রী যত্না রানী (৪০), একই উপজেলার মাড়েয়া বামনহাট ইউ‌নিয়নের গেদিয়া পাড়া গ্রামের ফটিক চন্দ্র রায়ের স্ত্রী মনিকা রানী (৪০), সাকোয়া লক্ষ্মীগড় ডাঙ্গাপাড়া গ্রামের শৈল বালা (৫৫) ও লক্ষ্মীনগর (ডাঙাপাড়া) এলাকার সনেকা রানী (২৮)।

আরও পড়ুন: পঞ্চগড় থেকে ৭ মরদেহ ভেসে এলো দিনাজপুরে

বীরগঞ্জ থানার ওসি সুব্রত সরকার বলেন, ‘মঙ্গলবার দুপুরে উপজেলার জয়ন্তিয়ার ঘাটের মধুরাপুর আত্রাই নদী থেকে এক নারী ও আত্রাই নদীর কাশিমনগর বাদলা ঘাট থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় কাশিমনগর বাদলা ঘাট থেকে এক নারীর লাশ উদ্ধার হয়। লাশগুলো শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে লাশের উদ্ধারের বিষয়টি পঞ্চগড়ে উদ্ধার কার্যক্রমের কন্ট্রোল রুমের প্রধানকে জানানো হয়েছে। মোট লাশের সঙ্গে যোগ করে কত জনের লাশ উদ্ধার হলো তা জানাবেন কন্ট্রোল রুমের প্রধান।’

দিনাজপুরের কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও এলাকার আত্রাই নদী থেকে সকালে সনেকা রানীর লাশ উদ্ধার করা হয়। নদীতে ভাসতে দেখে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি পঞ্চগড়ে উদ্ধার কার্যক্রমের কন্ট্রোল রুমের প্রধানকে জানানো হয়েছে।’