জন্মদিনে শেখ হাসিনাকে ব্যতিক্রমী শুভেচ্ছা

জন্মদিনে কেক কেটে মোমবাতি জ্বালিয়ে শুভেচ্ছা জানানোর প্রচলিত রীতি থেকে বেরিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠন তাদের দলীয় অভিভাবক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে মানব প্রতিকৃতি অঙ্কন করে শুভেচ্ছা জানিয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের সবুজ ঘাসে আচ্ছাদিত সুবিশাল মাঠে পাঁচ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীর সমন্বয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানব অঙ্কিত প্রতিকৃতি ভেসে ওঠে। একইসঙ্গে শেখ হাসিনার জন্মদিন নিয়ে রচিত গানের সুরের মূর্ছনায় করতালির মাধ্যমে অভূতপূর্ব এক দৃশ্যের সৃষ্টি হয়।

পাঁচ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীর সমন্বয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানব অঙ্কিত প্রতিকৃতি ভেসে ওঠে

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের সদর উপজেলা সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দু, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শরিফ আহামেদ, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি ঝিনুক মিয়া, পৌর ছাত্রলীগের নেতা মেহেদী হাসানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রলীগ নেতাকর্মীরা এই প্রতিকৃতি অঙ্কনের ব্যতিক্রমী আয়োজনে অংশ নেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান উপস্থিত ছিলেন।

ব্যতিক্রমী এই আয়োজনের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘শেখ হাসিনা আমাদের সাংগঠনিক অভিভাবক। তার জন্মদিনে তাকে ভালোবেসে ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকেই এমন আয়োজন করা হয়েছে। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন তার সুদক্ষ নেতৃত্বে দেশকে বিশ্বের দরবারে আরও উচ্চ আসনে নিয়ে যান। এ দেশের মানুষ যেন মাথা উঁচু করে বাঁচতে পারে।’