দিনাজপুরে আ.লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে ত্রিবার্ষিক সম্মেলন মঞ্চের সামনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

তারা হলেন—চিরিরবন্দর উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমুহা গ্রামের শাহবুদ্দিন শাহের ছেলে কবির (২৮), থানাপাড়া এলাকার জয়নুল আবেদীনের ছেলে এনামুল হক (২৫) ও নিবারণ চন্দ্র রায় (৪০)। আহত কবির আব্দুলপুর ইউনিয়নের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও নিবারণ চন্দ্র রায় উপজেলা ভাইস-চেয়ারম্যান জোতিশ চন্দ্র রায়ের ছোট ভাই। এ ঘটনায় জ্যোতিশ চন্দ্র রায়ও আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে সম্মেলন শুরুর আগে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জ্যোতিশ রায়ের নেতাকর্মীদের সঙ্গে অপর সাধারণ সম্পাদক প্রার্থী আহসান হক মুকুলের নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে একে-অপরের ওপর হামলা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।