জমি নিয়ে বিরোধে প্রাণ গেলো বৃদ্ধের, আটক ১

নীলফামারীর ডোমার উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে ইদ্রিস আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হাসিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৬টায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া বটতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ইদ্রিস আলী পূর্ব হরিণচড়া গ্রামের সপির উদ্দিনের ছেলে। হাসিকুল একই এলাকার আমির আলীর ছেলে। আহত হওয়ায় তাকে পুলিশ হেফাজতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইদ্রিস ও হাসিকুলের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় ইদ্রিসের গাছ কাটাকে কেন্দ্র করে দুই জনের হাতাহাতি হয়। এক পর্যায়ে ইদ্রিসের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন হাসিকুল। এরপর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় হাসিকুলও আহত হয়েছেন।

হরিণচড়া ইউনিয়নের মাহবুব আলম বলেন, ‘সন্ধ্যার ৭টার দিকে খবর পাই, এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। শুনেছি হাসপাতালে নেওয়ার পর ইদ্রিসকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তপন কুমার রায় বলেন, ‘ইদ্রিস আলীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে সাড়ে ৬টার দিকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসিকুলকে নিয়ে আসা হয়েছিল। পরে তাকে রংপুর মেডিক্যালে স্থানান্তর করি।’

বুধবার সকালে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, আহত হাসিকুলকে আটক করে পুলিশ হেফাজতে রংপুরে মেডিক্যালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।