ইঁদুর মারার ওষুধের পাশে খাবার রেখে বিক্রি, জরিমানা

মূল্য তালিকা আপডেট না করা, খাবারের দোকানে বিস্কুট ও চানাচুরের সঙ্গে ইঁদুর মারার ওষুধ রেখে বিক্রি এবং বিড়িতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া ও হিলি বাজারে পৃথক অভিযান চালিয়ে ব্যবসায়ীদের জরিমানা করা হয়। 

ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় মানবদেহের জন্য ক্ষতিকর কিছু খাবার ধ্বংস করা হয়েছে। 

তিনি আরও বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় একটি বিড়ি ফ্যাক্টরিকে তাদের উৎপাদিত বিড়িতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে একটি খাবারের দোকানে বিস্কুট ও চানাচুরের সঙ্গে ইঁদুর মারার ওষুধ রাখা হয়। এই ঘটনায় ওই দোকানিকে আট হাজার টাকা জরিমানা ও দোকানের খাবারগুলো বিনষ্ট করা হয়। পরে হিলি বাজারে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে তাদের মূল্যতালিকা আপডেট না থাকায় ও নকল বিড়ি বিক্রি ও তার ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মোট তিনটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান চলবে বলেও জানান তিনি।