বর্তমান মেয়রকে হারিয়ে নৌকার প্রার্থী জয়ী

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন জয়ী হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

বুধবার (০২ নভেম্বর) রাতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক ভোটের ফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, নৌকা প্রতীকে আমজাদ হোসেন ১২ হাজার ৭৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী এজেডএম মেনহাজুল হক নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২২৯ ভোট।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পার্বতীপুর পৌরসভায় ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩৯৯ জন। নির্বাচনে মেয়র পদে দুজন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৩টি ভোটকেন্দ্রে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও তিন জন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচনি এলাকায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 

এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার মোতায়েন এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিবিজি এবং র‍্যাব সদস্যরা দায়িত্বে ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত পার্বতীপুর পৌরসভা ২০১৪ সালে ২৯ সেপ্টেম্বর প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। ২০১১ সালের ২৭ জানুয়ারি পৌরসভাটিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র এজেডএম মেনহাজুল হক মেয়র হিসেবে নির্বাচিত হন। পৌরসভার আয়তন বৃদ্ধির কারণে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সঙ্গে সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে পার্বতীপুর পৌরসভা নির্বাচন স্থগিত ছিল। পরে উচ্চ আদালতের রায়ে একযুগ পর এবার নির্বাচন অনুষ্ঠিত হলো।