সাদুল্লাপুরে ৩ ইউপির নির্বাচনে প্রার্থী ১৮৯

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত চেয়ারম্যানসহ তিনটি পদে ১৮৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। স্ব-স্ব প্রার্থীরা কর্মীসমর্থক নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। পরে নির্বাচন অফিসে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। 

রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফর রহমান।  

তিনি বলেন, তিন ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৪৫ জন ও সাধারণ সদস্য পদে ১৩০ জনসহ মোট ১৮৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনি তফসিল অনুযায়ী আগামী ৭ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ১২ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। তিন ইউনিয়নে ভোটগ্রহণ হবে ইভিএমে। মোট ২৯টি ভোটকেন্দ্রের ২২৯ কক্ষে (বুথ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা ১৪ জনের মধ্যে তিন জন আওয়ামী লীগের দলীয় প্রার্থী রয়েছেন। এরমধ্যে জামালপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান মণ্ডল, বনগ্রাম ইউনিয়নের মোখলেছুর রহমান ও কামারপাড়া ইউনিয়নের সুবল চন্দ্র সরকার।  

এই তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬৮ হাজার ২৪৮ জন। এরমধ্যে পুরুষ ৩৩ হাজার ২৫৮ ও নারী ভোটার রয়েছে ৩৪ হাজার ৯৯০ জন। 

উল্লেখ্য, সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি সাদুল্লাপুর উপজেলার ১১ ইউপির মধ্যে আটটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রস্তাবিত সাদুল্লাপুর পৌরসভা গঠনের লক্ষ্যে পিছিয়ে ছিল জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়নে ভোটগ্রহণ। এরপর গত ১৫ জুন ওই তিন ইউনিয়নের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ সময় প্রার্থীরা তাদের মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার পর এই তফসিলটি বাতিল করে নির্বাচন কমিশন। পরে আবারও কমিশন গত ২০ অক্টোবর তফসিল ঘোষণা করে।