যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫

দিনাজপুরে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত যুবককে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরের পেছন থেকে অপহৃত যুবক সদর উপজেলার পুলহাট এলাকার মোসলেম আলীর ছেলে সাকিব হোসেনকে (২০) উদ্ধার করা হয়। এ সময় পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-জেলা শহরের বালুবাড়ী পশু হাসপাতাল মোড় এলাকার আইনুল ইসলামের ছেলে সজীব রহমান বাধন (২০), উত্তর বালুবাড়ী এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে রবিউল ইসলাম রবি (২৪), বালুবাড়ী ভূমি অফিস সংলগ্ন আমিনুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম আপন (১৯), সুইহারী এলাকার হারুনুর রশিদের ছেলে আফতাহী ইবনে সাফাত (১৯) ও রাজবাটী এলাকার হাকিমের ছেলে আশিফ রহমান (২১)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে তিন জনের বিরুদ্ধে চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এখন অপহরণের ঘটনায় মামলা হয়েছে। অপহরণের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার রাত ১০টার দিকে মৌখিকভাবে এক যুবককে অপহরণের বিষয়টি জানানো হয়। এর পরপরই অভিযানে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর কাহারোল থানা পুলিশের সহযোগিতায় রাত ১১টার দিকে কান্তজিউ মন্দিরের পেছন থেকে অপহৃতকে উদ্ধার এবং পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে সাকিব হোসেন মোটরসাইকেল নিয়ে গোর-এ শহীদ বড় মাঠে আসেন। এ সময় তাকে অপহরণ করে নিয়ে যায় পাঁচ যুবক। রাত হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় তার খোঁজ করতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে পরিবারের কাছে ছেলেকে অপহরণের বিষয়টি জানিয়ে টাকা দাবি করে অপহরণকারীরা। রাতেই বিষয়টি পুলিশকে জানান সাকিবের বাবা।

সাকিবের বাবা মোসলেম আলী বলেন, ‘ছেলেকে অপহরণের পর মোবাইলে আমার কাছে টাকা দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে ছেলেকে মেরে লাশ গুম করার হুমকি দেয় তারা। পরে বিষয়টি পুলিশকে জানাই। এ ঘটনায় মামলা করেছি। ছেলেকে জীবিত অবস্থায় পেয়েছি। ঘটনায় জড়িতদের শাস্তি চাই।’