গলিতে সমাবেশ করতে হয়েছে বিএনপিকে

রংপুরসহ সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর মহানগর বিএনপি। তবে পুলিশি বাধার মুখে রংপুর দলীয় কার্যালয়ের গলিতেই অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশ।

বুধবার (৩০ নভেম্বর) বিকালে রংপুর মহানগর বিএনপির নেতাকর্মীরা একটি ট্রাকে মঞ্চ বানিয়ে দলীয় কার্যালয়ের সামনে নগরীর প্রধান সড়ক বন্ধ করে সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের গলিতেই সমাবেশ হয়।

bnp3

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুন্নবী ডনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

bnp2

সমাবেশে ডা. জাহিদ বলেন, ‘বিভাগীয় শহরগুলোতে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখে সরকারের বুকে কাঁপুনি ধরেছে। সে কারণে তারা সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে। রংপুরে আজকের সমাবেশ বড় পরিসরে হওয়ার কথা থাকলেও পুলিশ বাধা দিয়েছে। অথচ রংপুরে কিছু দিন আগে মহাসমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সরকারকে লাল কার্ড দেখিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা রক্ত দিতে শিখেছি, ফলে আর কোনও বাধা দিয়ে আমাদের আন্দোলনকে দমানো যাবে না। দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে লাল কার্ড দেখিয়েছে। তাদের ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’