লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাদাত হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ওপারে ভারতের ১২০ গজ ভেতরে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন উপজলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গাইবান্ধাপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং পেশায় রাখাল। ১৬৯ চুয়াঙ্গারখাতা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যদের গুলিতে ওই বাংলাদেশি নিহত হয়েছেন বলে সীমান্ত সূত্রে জানা গেছে।

শাহাদাতের বাবা ইদ্রিস আলী বলেন, ‘বিএসএফের গুলিতে আমার ছেলে শাহাদাত নিহত হয়েছে। ছবিতে দেখেছি, তার বুকে গুলি লেগেছে। ছেলের লাশ ফেরত চাই। এ ঘটনার বিচার চাই। শাহাদাতের এক ছেলেসন্তান রয়েছে। বাবার মৃত্যুতে ছেলেটি এতিম হয়ে গেলো।’

লালমনিরহাট ৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ‘সীমান্ত পিলার থেকে ১২০ গজ ভারতের অভ্যন্তরে লাশটি পড়েছিল। এ বিষয়ে বিস্তারিত জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি আমরা।’