আর্জেন্টিনার বিশ্বজয়ে কথা রাখলেন আশরাফুল

বিশ্বকাপ ফুটবলের ফাইনা‌লে আর্জেন্টিনা জয়ী হলে নিজের অটোরিকশায় সারাদিন ফ্রিতে যাত্রী পরিবহনের ঘোষণা দি‌য়ে‌ছি‌লেন কু‌ড়িগ্রা‌মের আশরাফুল আলম। ঘোষণা অনুযায়ী সোমবার (১৯ ডিসেম্বর) সারা‌দিন বিনামূ‌ল্যে যাত্রী প‌রিবহন ক‌রে‌ছেন এই আর্জেন্টিনাভক্ত। যাত্রীরাও আন‌ন্দে তার রিকশায় ভ্রমণ ক‌রে‌ছেন। এর আগে আর্জেন্টিনার পতাকার আদলে নিজের রিকশা রঙ করেছিলেন তি‌নি।

রবিবার সকা‌লে নিজের ফেসবুক পোস্টে আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করা নিজের অটোরিকশার ছবি সংযুক্ত করে আশরাফুল উল্লেখ করেন,  ‘আজ রাত ৯টায় লিওনেল মেসির প্রথম এবং আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ জিতলে সোমবার সারাদিন আর্জেন্টিনার পতাকার আদলে তৈরি এই অটোরিকশার ভাড়া ফ্রি।’

আরও পড়ুন: আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে অটোরিকশার ভাড়া ফ্রি!

অটোরিকশাচালক আশরাফুলের বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের পূর্ব প্রান্তে ধরলা অববাহিকা সংলগ্ন একতাপাড়া বাঁধের পাড়ে। তিনি ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। আশরাফুল আলম পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। তার তিন বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। আয় সীমিত হলেও ফুটবল এবং আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা সীমিত নয়। তাই পছন্দের দলের প্রতি সমর্থন এবং শুভকামনা জানাতে নিজের জীবিকা নির্বাহের বাহনটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন।

সারা‌দিন বিনামূ‌ল্যে যাত্রী প‌রিবহন ক‌রে‌ছেন এই আর্জেন্টিনাভক্ত

প্রিয়দ‌লের বিজয়ে আ‌মি প্রতিশ্রু‌তি রে‌খে‌ছি উল্লেখ করে আশরাফুল ব‌লেন, ‘সোমবার সকাল থে‌কে আ‌মি আ‌র্জেন্টিনার সমর্থক যাত্রী‌দের বিনামূ‌ল্যে বি‌ভিন্ন গন্ত‌ব্যে নিয়ে গেছি। যাত্রীরা আনন্দ নি‌য়ে রিকশায় উ‌ঠে‌ছেন। অ‌নে‌কে ভাড়া দি‌তে চাই‌লেও আমি নিই‌নি। আ‌র্জেন্টিনা বিশ্বকাপ পাওয়ায় সারা বি‌শ্বের কো‌টি ভ‌ক্তের ম‌তো আ‌মিও ভীষণ খু‌শি।’