ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার ২ যাত্রীর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অটোরিকশায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচ জন।

সোমবার (০৯ জানুয়ারি) বেলা ১১টা গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগারী গ্রামের আবু বকর মন্ডলের স্ত্রী দুলালী বেগম (৪০) এবং রাখালবুরুজ ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের গোলাম মোস্তফার ছেলে রশিদুল ইসলাম রুবেল মিয়া (৩৮)।

আহতরা হলেন—গোবিন্দগঞ্জের মালঞ্চা গ্রামের লাল মিয়া, পচারিয়া গ্রামের আফজাল হোসেন, হাবিবপুর গ্রামের এনামুল হক, খিরিবাড়ী গ্রামের মানিক মিয়া ও কলাকাটা হামচাপুরের শাহআলম।

স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বালুবোঝাই মিনি ট্রাক সোনারপাড়া মোড়ে একটি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুলালী বেগম। এ ঘটনায় আহত হন অটোরিকশার আরও ছয় যাত্রী। পরে স্থানীয়রা আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় রশিদুল ইসলাম রুবেলের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইজার উদ্দিন জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।