পঞ্চগড়ে একজনকে গলা কেটে আরেকজনকে শ্বাসরোধে হত্যা

পঞ্চগড়ে পৃথক স্থান থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনকে গলা কেটে আরেকজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বিকালে দেবীগঞ্জ উপজেলার নতুন বন্দর এলাকা থেকে খোকন সরকার (৩৬) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি দেবীগঞ্জ পৌরসভার নতুন বন্দর সরকারপাড়ায়। তিনি ওই এলাকার দুলাল সরকারের ছেলে। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রঞ্জু আহমেদ বলেন, ‘নতুন বন্দর এলাকায় ভুট্টাক্ষেতে খোকনের লাশ দেখে এলাকাবাসীকে জানান এক নারী। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 

পরিদর্শক রঞ্জু আহমেদ আরও বলেন, ‌‘বুধবার সকালে খোকনকে বাড়ির পাশে ঘুরতে দেখেছেন প্রতিবেশীরা। দুপুরের দিকে গলা কেটে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।’

অপরদিকে, তেঁতুলিয়ার দেবনগর ইউনিয়নের করতোয়া নদীর চর থেকে কামরুল ইসলাম (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার তিরনইহাট ইউনিয়নের যুগিগছ এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ‘নিখোঁজের তিন দিন পর বুধবার বিকালে দেবনগর ইউনিয়নের ধানশুকা এলাকার করতোয়া নদীর পাশের চা বাগানের ড্রেন থেকে কামরুলের লাশ উদ্ধার করা হয়। গত সোমবার কামরুল বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে থানায় জিডি করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গলায় কাপড় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’