‘এখন আর বিদ্যুৎ যায় না, ২৪ ঘণ্টাই থাকে’

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘খালেদা জিয়ার বড় বোন দিনাজপুরের মন্ত্রী ছিলেন, দুবার এমপি ছিলেন। তারা বিদ্যুৎ দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দিনাজপুরের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ গেছে। গৃহহীনদের বাড়িঘর করে দেওয়া হচ্ছে। যাদের ঘরবাড়ি নেই, আপনারা তালিকা দেন, আমরা প্রত্যেককে ঘর করে দেবো। শেখ হাসিনা স্বপ্ন দেখেন, প্রতিটি মানুষ পাকা ঘরে থাকবে। ঢাকার বস্তিগুলোতে ঘর করে দেওয়া হচ্ছে। দিনাজপুরের বস্তিগুলোতেও ঘর করে দেওয়া হবে।’

বিএনপির আমলে ২৪ ঘণ্টার মধ্যে ২২ ঘণ্টা বিদ্যুৎ থাকতো না উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম বলেন, ‘এখন আর বিদ্যুৎ যায় না, ২৪ ঘণ্টাই থাকে। কয়েক বছর আগে সদর উপজেলার শতভাগ বাড়িতে বিদ্যুৎ গেছে।’ 

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে দিনাজপুর জিলা স্কুল ও একাডেমি স্কুল মাঠে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবরা দেশের কোনও দুর্যোগে মানুষের পাশে ছিলেন না জানিয়ে ইকবালুর রহিম বলেন, ‘বাড়িতে বসে বসে গণমাধ্যমে শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে কথা বলেন তারা। তারাই আবার শেখ হাসিনার উন্নয়নের সুফল ভোগ করছেন। নিয়েছেন বিনামূল্যে করোনার টিকাও। তবু উন্নয়ন চোখে পড়ে না তাদের।’ 

তিনি বলেন, ‘শহরের রাস্তাগুলো কিছুটা খারাপ আছে। আমি গত বছর দায়িত্ব নিয়েছি। এরই মধ্যে রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়নকাজ শুরু হয়েছে। আগামী এক বছরের মধ্যে শহরের রাস্তাঘাট ঠিক করে দেবো। ইতোমধ্যে প্রায় ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২৫টি পৌরসভার রাস্তাঘাট মেরামতের জন্য ১৫ দিন আগে দুই হাজার কোটি টাকার প্রকল্প একনেকে পাস হয়েছে। দিনাজপুর পৌরসভা বাদ দিয়ে এলজিইডি, সড়ক ও জনপথ অধিদফতর এবং জনস্বাস্থ্য প্রকৌশলের মাধ্যমে এখানের রাস্তাঘাটের উন্নয়নকাজ বাস্তবায়ন করবো আমরা। জীবনযাত্রার মান উন্নত করবো।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোমিনুল করিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।