বাবার হাতে প্রাণ গেলো মা-বোনের, অভিভাবকহীন শিশুটি পেলো ১০ হাজার টাকা

নীলফামারীর ডোমারে মা ও বোনকে হারানো ছয় মাস বয়সী ইয়াছিনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা সমাজসেবা অধিদফতর। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ওই কার্যালয়ের উপপরিচালক (ডিডি) এমদাদুল হক প্রামাণিক চেকটি তুলে দেন শিশুটির নানা আব্দুল করিমের হাতে।

বাবার নির্মমতায় ইয়াছিনের মা রত্না পারভীন (২৫) ও বোন ইয়াসমিন আক্তার (৩) প্রাণ হারায় ছয় মাস আগে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছিল ১৪ দিন বয়সী শিশুটিও। আর মা-বোনকে হত্যার দায়ে বাবা জিয়ারুল ইসলামও (৩০) কারাভোগ করছেন। বর্তমানে ইয়াছিন ছয় মাসে পা রেখেছে। আর অসহায় এই শিশুটিকে সহায়তা করেছে সমাজসেবা অধিদফতর।

উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানি বাগডোকরা গ্রামে গত বছরের ৩১ আগস্ট হত্যার ঘটনাটি ঘটে। হত্যা ও শিশুটির অবস্থা নিয়ে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর নীলফামারী সমাজসেবা অধিদফতরের উপপরিচালকের কাছে আর্থিক সাহায্য চেয়ে আবেদন করেন শিশুটির নানা। দীর্ঘ প্রক্রিয়ার পর বৃহস্পতিবার দুপুরে তাকে ডেকে চেকটি হস্তান্তর করা হয়।

দিনমজুর নানা আব্দুল করিম বলেন, ‘ওর তো এখন আর কেউ নাই, আমরাই সব। বাবা আছে জেলে, বাকি সব আল্লাহ করবেন।’

জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক এমদাদুল হক প্রামাণিক জানান, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের তহবিল থেকে ১০ হাজার টাকার চেক ইয়াছিনের নানা আব্দুল করিমের হাতে তুলে দেওয়া হয়েছে।