প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ গেলো গৃহবধূর

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধে আমেনা বেগম (৫০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার এক প্রতিবেশীর বিরুদ্ধে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারোপাইকেরগড় গ্রামে হত্যার ঘটনা ঘটে। নিহত আমেনা ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেড় বিঘা জমি নিয়ে প্রতিবেশী মিন্টু মিয়ার সঙ্গে আদালতে মামলা চলছে সেকেন্দারের। তবে আগে থেকেই বিরোধপূর্ণ ওই জমিতে চাষ করেন সেকেন্দার। সকালে ধান রোপণের জন্য জমি চাষ করছিলেন সেকেন্দারের ছেলে আলামিন। তার সঙ্গে জমিতে কাজ করছিলেন আমেনা। এসময় মিন্টু জমি চাষ করতে বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে মিন্টু এলোপাতাড়ি আমেনাকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা আমেনাকে হাসপাতালে নেন। 

আমেনার ছেলে আলামিন বলেন, ‘আমি পাওয়ার ট্রিলারের উপর বসেছিলাম। আর মা জমি থেকে ইটের টুকরা তুলছিলেন। এসময় মিন্টু ছুরি নিয়ে এসে আমার মায়ের পেটে ঢুকিয়ে দেন।’

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মনিরুজ্জামান মুরাদ বলেন, ‘সকাল সাড়ে ৯টায় ওই নারীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তার শরীরে এবং পেটের নিচের অংশে ছুরিকাঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে।’

ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেফতারে আমাদের সব ধরনের চেষ্টা চলছে।’