X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

শাসন করতে গিয়ে ছুরির আঘাতে মেয়ের মৃত্যু, গ্রেফতার বাবা

বগুড়া প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ২০:২৪আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ২০:৩২

বগুড়ার কাহালুতে ঠিকমতো পড়াশোনা না করায় ক্ষুব্ধ বাবা বাজারের ব্যাগ দিয়ে আঘাত করলে তাতে থাকা ছুরি পেটে ঢুকে রাহি মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার সাঘাটিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা আবদুর রহিমকে (৪০) দুপুরে রেজিস্ট্রি অফিস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শিশুসন্তান নিহতের ঘটনায় সন্ধ্যায় মা রিজিয়া খাতুন কাহালু থানায় স্বামী রহিমের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান, বাবা শাসনের জন্য বাজারের ব্যাগ দিয়ে আঘাত করলে এতে থাকা ছুরি শিশুটির পেটে ঢুকে যায়। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া ওই ছুরিটি জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু রাহি মনি বগুড়ার কাহালু পৌরসভার সাঘাটিয়া গ্রামের কৃষক আবদুর রহিমের দ্বিতীয় সন্তান। শিশুটি স্থানীয় কাহালু ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রথম শ্রেণিতে পড়তো। রাহি মনি ঠিকমতো লেখাপড়া না করে খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত থাকতো। মঙ্গলবার সকাল ৮টার দিকে সে পড়তে না বসে খেলাধুলা করছিল। এতে বাবা আবদুর রহিম ক্ষুব্ধ হয়ে তাকে বাজারের ব্যাগ দিয়ে আঘাত করেন। কিন্তু তার অজান্তে ব্যাগে থাকা ছুরি শিশু রাহি মনির পেটে ঢুকে যায়। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই রহিম বাড়ি থেকে পালিয়ে যান।

শিশুটির মা রিজিয়া খাতুন জানান, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। শাসন করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান, শিশুটির বাবা আবদুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। আদরের মেয়েকে অনিচ্ছাকৃত হত্যার জন্য তিনি অনুতপ্ত। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২
রাজধানীতে আ. লীগের ৫ নেতা গ্রেফতার
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের