X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

শাসন করতে গিয়ে ছুরির আঘাতে মেয়ের মৃত্যু, গ্রেফতার বাবা

বগুড়া প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ২০:২৪আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ২০:৩২

বগুড়ার কাহালুতে ঠিকমতো পড়াশোনা না করায় ক্ষুব্ধ বাবা বাজারের ব্যাগ দিয়ে আঘাত করলে তাতে থাকা ছুরি পেটে ঢুকে রাহি মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার সাঘাটিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা আবদুর রহিমকে (৪০) দুপুরে রেজিস্ট্রি অফিস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শিশুসন্তান নিহতের ঘটনায় সন্ধ্যায় মা রিজিয়া খাতুন কাহালু থানায় স্বামী রহিমের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান, বাবা শাসনের জন্য বাজারের ব্যাগ দিয়ে আঘাত করলে এতে থাকা ছুরি শিশুটির পেটে ঢুকে যায়। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া ওই ছুরিটি জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু রাহি মনি বগুড়ার কাহালু পৌরসভার সাঘাটিয়া গ্রামের কৃষক আবদুর রহিমের দ্বিতীয় সন্তান। শিশুটি স্থানীয় কাহালু ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রথম শ্রেণিতে পড়তো। রাহি মনি ঠিকমতো লেখাপড়া না করে খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত থাকতো। মঙ্গলবার সকাল ৮টার দিকে সে পড়তে না বসে খেলাধুলা করছিল। এতে বাবা আবদুর রহিম ক্ষুব্ধ হয়ে তাকে বাজারের ব্যাগ দিয়ে আঘাত করেন। কিন্তু তার অজান্তে ব্যাগে থাকা ছুরি শিশু রাহি মনির পেটে ঢুকে যায়। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই রহিম বাড়ি থেকে পালিয়ে যান।

শিশুটির মা রিজিয়া খাতুন জানান, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। শাসন করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান, শিশুটির বাবা আবদুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। আদরের মেয়েকে অনিচ্ছাকৃত হত্যার জন্য তিনি অনুতপ্ত। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৩০৫
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল