দুই সন্তানকে তীরে বসিয়ে নদীতে নামা নারী আর জীবিত উঠতে পারেননি

কুড়িগ্রাম সদরে ধরলা নদীতে গোসল করতে নেমে খোদেজা বেগম (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সদরের মোগলবাসা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোগলবাসা ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

খোদেজা বেগম চর কৃষ্ণপুর গ্রামের দিনমজুর ছয়ফুল ইসলামের স্ত্রী। গোসলের সময় খোদেজা তার দুই সন্তানকে নদীর তীরে বসিয়ে রেখেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে খোদেজা বেগম তার দুই শিশু সন্তানসহ ধরলা নদীতে গোসল করতে যান। ছোট শিশুদের নদীর পাড়ে বসিয়ে রেখে গোসল করতে নেমে নদীতে নিখোঁজ হন। তীরে বসে থাকা তার দুই সন্তান দীর্ঘক্ষণ মাকে দেখতে না পেরে কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা ছুটে এসে নদীতে নেমে খোদেজাকে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে কয়েক ফুট দূরে মাছ ধরা ঝাঁকি জালের সাহায্যে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, ধরলা নদীতে গোসল করতে নেমে এক নারী নিহত হওয়ার খবর জেনেছি। এ বিষয়ে কেউ কোনও অভিযোগ করেনি। স্থানীয় চেয়ারম্যানকে দাফনের বিষয়টি দেখতে বলা হয়েছে।