লালমনিরহাটে ট্রেনের ইঞ্জিন বিকল, রেল যোগাযোগ বিঘ্নিত

লালমনিরহাটে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে। প্রায় দুই ঘণ্টা পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর স্টেশনে ট্রেনটির ইঞ্জিন বিকল হলে এই পথে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল ৯টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি সচল করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

পাটগ্রাম ও বুড়িমারী স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার নুর আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশন থেকে পার্বতীপুরের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। ৬টা ৪৫ মিনিটে ট্রেনটি পাটগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ইঞ্জিন বিকল হয়। পরে লালমনিরহাট স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠিয়ে ওই ট্রেনটি সকাল ৯টার দিকে উদ্ধার করা হয়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।