জাতীয় পার্টি দাসত্ব করবে না: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন,  ‘আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ব্যবহার করলেও সম্মান দেয়নি। তারা আমাদেরকে তাদের ক্রীতদাস মনে করেছে। আমাদের কোনও সুযোগ সুবিধা দেয়নি। সে কারণে আগামীতে ভোটের রাজনীতিতে বন্ধুত্ব হবে, দাসত্ব করবে না জাতীয় পার্টি।’

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় রংপুর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রংপুর সিটি মেয়র ও মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, আদিলুর রহমান আদিল এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জি এম কাদের বলেন, ‘সামনে রমজান মাস। সরকার এবং দলীয় সিন্ডিকেট থাকায় দাম বেড়ে যায় দ্বিগুণ। কিন্তু সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। রমজান মাসে জিনিসপত্রের দাম কোনোভাবেই সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে জন্য সরকারকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে।’