X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রমজানে সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৬

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘রমজান মাসে নিত্যপণ্যের দাম সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ সরকার এখন পর্যন্ত যে কয়েক দফা পদক্ষেপ নিয়েছে তার কোনোটাই তারা কার্যকর করতে পারেনি। তারা যে পদক্ষেপ নিচ্ছে সেগুলো সঠিক হচ্ছে না। ইমপ্লিমেন্টেশন (বাস্তবায়ন) পর্যায়ে তারা সম্পূর্ণ ব্যর্থ।’

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা জাতীয় পার্টির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মীসভায় এসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির কাউন্সিল অধিবেশন আহ্বানকে অবৈধ আখ্যায়িত করে জি এম কাদের বলেন, ‘শুধু কাউন্সিল করা হলে আইনগতভাবে কাউন্সিল বলা যায় না। এ জন্য তৃণমূল থেকে জেলা পর্যায়ে প্রতিটি ইউনিটে নেতাকর্মীদের নিয়ে কাউন্সিল করতে হবে। প্রতিটি জেলা উপজেলায় দলের কার্যালয় থাকতে হবে। তাহলেই কাউন্সিল গ্রহণযোগ্যতা পায়। রওশন এরশাদের ডাকা কাউন্সিল নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাচ্ছি না। এটাকে আমলেই নিচ্ছি না।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টির কোনও অংশ নেই। তবে এরশাদ সাহেবের আদর্শ নিয়ে যে কেউ দল করতে পারে। এর আগে আনোয়ার হোসেন মঞ্জু ও নাজিউর রহমান মঞ্জুরাও চেষ্টা করেছিলেন- সফল হয়নি। মূলধারার বাইরে গেলে কোনও লাভ হয় না। এবার যারা কাউন্সিল অধিবেশন ডেকেছেন তাদের সঙ্গে আমাদের কোনও সম্পৃক্ততা নেই। তারা অনেক আগে দলে ছিল। তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

‘তারা আলাদা প্ল্যাটফর্ম করতে চাচ্ছে। এ বিষয়ে আমি কোনও মতামত দিতে চাই না’, যোগ করেন তিনি।

মিয়ানমারে সংঘাত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে- তাদের গোলাবারুদ আমাদের দেশে এসে পড়ছে। কয়েকজন মারাও গেছে। এমনিতেই ১১ লাখ রোহিঙ্গা দেশে এসে আমাদের মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। তার ওপর আবারো যদি তারা আসে তাহলে আমরা সমস্যায় পড়বো। এ জন্য দেশের মানুষ চরম উদ্বেগের মধ্যে আছে- এ বিষয়ে সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া দরকার।’

রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
জাতীয় পার্টির বর্ধিত সভা শুরু
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বশেষ খবর
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
‘লাকি সেভেন’ জার্সি ফিরে পেয়ে খুশি সানজিদা
‘লাকি সেভেন’ জার্সি ফিরে পেয়ে খুশি সানজিদা
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?