স্বামীর সঙ্গে কলহের সময় কোরআন শরিফ অবমাননার অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কোরআন শরিফ অবমাননার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিলাই ইউনিয়নে এ ঘটনার পর ওই গৃহবধূকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে কলহের সময় ওই গৃহবধূ কোরআন শরিফ অবমাননা করেছেন খবরে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। এ ঘটনায় স্থানীয় ওলামা পরিষদ ও স্থানীয়রা ওই গৃহবধূর বাড়ির পাশে বিক্ষোভ শুরু করেন। তারা শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূকে থানা হেফাজতে নেন। 

ভূরুঙ্গামারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নওশাদ জানান, স্থানীয়দের প্রতিবাদের মুখে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।